UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সার্জেন্ট পদে নিয়োগ দেবে পুলিশ

pial
নভেম্বর ২৩, ২০২২ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ পুলিশ সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর থেকে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহীদের যেকোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক পাস করতে হবে। এছাড়া মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায়ও পারদর্শী হতে হবে।

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে, নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয় ) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

প্রার্থীকে ১৯-২৭ বছরের মধ্যে হতে হবে ও কোটায় আবেদন করলে ৩২ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা পুরুষের ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি হতে হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। এ ঠিকানায় http://police.teletalk.com.bd প্রবেশ করে আবেদন করতে হবে।

প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই শেষে লিখিত ও মনস্তাত্ত্বিকসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তার পরীক্ষা নেওয়া হবে। এসকল পরীক্ষায় উর্ত্তীণ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

(ঊষার আলো-এফএসপি)