UsharAlo logo
রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সালমান রুশদির ওপর হামলা

koushikkln
আগস্ট ১২, ২০২২ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : উপন্যাসিক ও প্রাবন্ধিক সালমান রুশদির ওপর হামলা হয়েছে। বিবিসির খবরে বলা হয়, নিউ ইয়র্কের শাটোকোয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন বুকার পুরস্কার বিজয়ী এই লেখক। সেখানে এক ব্যক্তি দৌড়ে মঞ্চে ওঠেন। রুশদির সঙ্গে পরিচয় হওয়ার সময় তাকে ঘুষি বা ছুরিকাঘাত করতে দেখেছেন তারা।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক ব্যক্তি মঞ্চে ওঠে রুশদি ও একজন সাক্ষাৎকারগ্রহণকারীর ওপর হামলা চালায়। বিবৃতিতে তারা জানিয়েছে, রুশদির ঘাড়ে ছুরিকাঘাতের ক্ষত হয়েছে।

দ্য স্যাটানিক ভার্সেস লেখার পর বছরের পর বছর প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন সালমান রুশদি। লেখককে হেলিকপ্টারে করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। তার বর্তমান অবস্থা জানা যায়নি।

সাক্ষাৎকারগ্রহণকারী হেনরি রিসও মাথায় সামান্য আঘাত পেয়েছেন।রিস একটি অলাভজনক সংস্থার সহপ্রতিষ্ঠাতা; যা নিপীড়নের হুমকির মধ্যে নির্বাসিত লেখকদের সমর্থন করে।

ভারতীয় বংশোদ্ভূত এ ঔপন্যাসিক ১৯৮১ সালে ‘মিডনাইট চিলড্রেন’ উপন্যাস দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন; কেবল যুক্তরাজ্যেই এটির ১০ লাখের বেশি কপি বিক্রি হয়েছিল।