UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সিইউএফএলে অগ্নিকাণ্ড, সার উৎপাদন সাময়িক বন্ধ

ঊষার আলো
নভেম্বর ২২, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় রাষ্ট্রায়ত্ত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর ফলে সাময়িকভাবে সার উৎপাদন বন্ধ রয়েছে।মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে সিইউএফএলের প্রাইমারি রিফরমারি ওয়েস্টেস বয়লারে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সিইউএফএলের নিজস্ব দুইটি ফায়ার ট্রাক আধঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুন নেভানোর কাজে সহযোগিতার লক্ষ্যে ঘটনাস্থলে ছুটে আসে কাফকোর একটি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর দুইটি গাড়ি। সিইউএফেএলের উপ ব্যবস্থাপক (নিরাপত্তা) মো. মাহমুদুর রহমান জানান, নিজস্ব ফায়ার ট্রাক দিয়ে আমাদের কর্মীরা আগুন দ্রুত নেভাতে সক্ষম হয়েছে।

ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানতে তদন্ত কমিটি করা হয়েছে। সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। ক্ষয়ক্ষতি পরীক্ষা-নিরীক্ষা ও মেরামতকাজ শেষে উৎপাদন পুনরায় শুরু হবে। তিনি জানান, এ কারখানায় প্রতিদিন গড়ে ১১০০-১২০০ টন সার উৎপাদিত হয়।

ঊষার আলো-এসএ