UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সিটি মেয়রের আরোগ্য কামনা উপকূলীয় পানি সম্মেলন কমিটির

koushikkln
জুন ২৩, ২০২১ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক :  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গুরুতর অসুস্থ হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাঁর শরীরে অস্ত্রপচার করা হয়েছে । ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির চেয়ারপারসন সিটি মেয়রের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে উপকূলীয় পানি সম্মেলন কমিটি।

বিবৃতিদাতারা হলেন ৩য় উপকূলীয় পানি সম্মেলন কমিটির কো-চেয়ারপারসন ও খুলনা বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. মোহাম্মদ হোসেন, কো-চেয়ারপারসন ও কুয়েটের ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন, টেকনিক্যাল কমিটির কনভেনার প্রফেসর ড. দীলিপ কুমার দত্ত, কো-চেয়ারপার্সন ও খুলনা ওয়াশার ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল্লাহ, কো-চেয়ারপার্রসন ও খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী অফিসার, পলাশ কান্তি বালা, কো-চেয়ারপারর্সন ও কান্ট্রি ডিরেক্টর, ডাচ্ ওয়াশ এলাইন্স সিমাভি নেদারল্যান্ডস, অলোক মজুমদার, কো- চেয়ারপার্সন ও ওয়াটার এইড বাংলাদেশের কন্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, কো-চেয়ারপার্সন ও এ্যকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারহা কবীর, ঝধহরঃধঃরড়হ ধহফ ডধঃবৎ ভড়ৎ অষষ (ঝডঅ), ঝড়ঁঃয অংরধহ জবমরড়হ এর জুবায়ের হাসান, কো-চেয়ারপার্সন অধ্যাপক দেলোয়ারা বেগম, কো-চেয়ারপার্সন রেহানা আক্তার কো-চেয়ারপর্সন রফিকুল ইসলাম খোকন, সম্মেলন কমিটির সম্পাদক শামীম আরফীন, ব্যবস্থাপনা কমিটির কনভেনার হুমায়ূন কবির ববি, খুলনা জেলা কমিটির সভাপতি ও কেসিসির প্যনেল মেয়র আলী আকবর টিপু, বরগুনা জেলা কমিটির সভাপতি মো: মাসুদ আল,. বরিশাল জেলা কমিটির সভাপতি রহিমা সুলতানা কাজল, পিরোজপুর জেলা কমিটির সভাপতি জিয়াউল আহসান জিয়া, সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মাধব চন্দ্র দত্ত, ঝালকাঠি জেলা কমিটির সভাপতি হেমায়েত উদ্দীন হিমু, বাগেরহাট জেলা কমিটির সভাপতি আহাদ হায়ার ।