UsharAlo logo
সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সিপিএলে নতুন রেকর্ড গড়লেন রাসেল

usharalodesk
আগস্ট ২৮, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)ব্যাটিংয়ের অনন্য প্রদর্শনী করলেন আন্দ্রে রাসেল। সেইন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৪ বলে পঞ্চাশ রান তুলে সিপিএলের ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন বর্তমান সময়ের অন্যতম এই বিধ্বংসী ব্যাটসম্যান।

তার পাশাপাশি ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় জ্যামাইকা। আর সিপিএল ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এদিন ৩টি চারের পাশাপাশি রাসেল হাঁকিয়েছেন ৬টি বিশাল ছক্কা। এটিই সিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড। তার আগে ১৫ বলে ফিফটি করে এতদিন এই রেকর্ডটি দখলে রেখেছিলেন জেপি ডুমিনি।

রাসেলের আগে ব্যাট হাতে আলো ছড়ান দলের অন্য ব্যাটসম্যানরাও। কেনার লুইস ২১ বলে ৪৮, ওয়ালটন ২৯ বলে ৪৭, হাইদার আলী ৩২ বলে ৪৫ এবং অধিনায়ক রভম্যান পাওয়েল ২৬ বলে ৩৮ রান করেন। সেন্ট লুসিয়ার পক্ষে ওবেদ ম্যাকয় ৩টি ও রোস্টন চেজ ২টি উইকেট তোলেন।

২৫৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ১৭ দশমিক ৩ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। ফলে ১২০ রানের বিশাল এক জয় পান রাসেলরা। তবে সেন্ট লুসিয়ার টিম ডেভিড ২৮ বলে সর্বোচ্চ ৫৬ রান করেন।

এছাড়াও পাকিস্তানের ওয়াহাব রিয়াজ ২৬ রান করেন। জ্যামাইকার পক্ষে মিগেল প্রিটোরিয়াস ৪টি উইকেট লাভ করেন আর ইমরান খান নেন ৩টি উইকেট।

বিধ্বংসী ব্যাটিংয়ের পর বল হাতেও এক উইকেট তুলে নেন রাসেল।

(ঊষার আলো-এফএসপি)