UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঊষার আলো
জানুয়ারি ১০, ২০২২ ১:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৪৯ পিস ইয়াবাসহ মো. মোতালেব হোসেন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২-এর স্পেশাল কোম্পানির সহকারী পুলিশ সুপার জন রানা।গ্রেপ্তারকৃত মোতালেব শাহজাদপুর উপজেলার মশিপাড়া গুচ্ছগ্রামের মৃত আফসার আলীর ছেলে।

জন রানা জানান, গোপন সাংবাদের ভিত্তিতে রোববার (৯ জানুয়ারি) রাতে র‌্যাব-১২ মশিপুর গুচ্ছগ্রামে অভিযান চালায়। এ সময় মোতালেবকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৪৯ পিস ইয়াবা, একটি মোবাইল এবং নগদ ১ হাজার ৫৩০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোতালেব ইয়াবা ব্যবসার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহজাদপুর থানায় মামলা করা হয়েছে।