ঊষার আলো রিপোর্ট : সিরাজগঞ্জের কামারখন্দে খোকা শেখ (৭০) নামে ১ বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৯ এপ্রিল শুক্রবার রাতে স্বল্প মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত খোকা শেখ কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের স্বল্প মাহমুদপুর গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে। আজ ১০ এপ্রিল শনিবার কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. রাকিবুল হুদা বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, ৯ এপ্রিল শুক্রবার রাতে স্বল্প মাহমুদপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন খোকা শেখ। এ সময়ে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।
পুলিশ খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ।
(ঊষার আলো- এম.এইচ)