UsharAlo logo
শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৩২ লাখ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

pial
মে ২০, ২০২২ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : সিরাজগঞ্জের তাড়াশে ৩২৫ গ্রাম হেরোইন ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২’র সদস্যরা। বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যায় তাড়াশ থানার বারুহাসগামী রাস্তার উপর এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া এলাকার জমিন আলী ও একই উপজেলার বালসাবাড়ী গ্রামের আবু ওয়াজকুরুনী।

র‌্যাব-১২’র মিডিয়া অফিসার এম. রিফাত বিন আসাদ শুক্রবার (২০ মে) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশের বারুহাসগামী রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইন (মূল্য প্রায় ৩২ লাখ টাকা) সহ ২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয় এবং বহনের কাজে ব্যবহৃত একটি মোটরবাইক ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত জিনিস সহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)