UsharAlo logo
বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সমাবেশস্থলে শেখ হাসিনা

usharalodesk
ডিসেম্বর ২০, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনাসভাস্থলে এসে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য রাখবেন। বুধবার বিকাল ৩টা ৯ মিনিটে তিনি জনসভাস্থলে আসেন। এ সময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির আহমদ ও জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় মন্ত্রী, এমপিসহ  স্থানীয় আওয়ামী লীগ নেতারা বক্তব্য দিচ্ছেন।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার প্রচারণা শুরু করতে বেলা ১১টায় ৩৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে অভ্যর্থনা জানান কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা। পরে হযরত শাহজালাল (রহ.) এর মাজার ও  হযরত শাহ পরান (রহ.) এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তার ছোট বোন শেখ রেহানাসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০১৮ সালের পর বুধবার কিছু সময়ের মধ্যে সিলেটে জনসভার মঞ্চে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঊষার আলো-এসএ