UsharAlo logo
বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে অনুশীলনে যোগ দিয়েছেন টেস্ট দলের সব ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৫ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি বাংলাদেশ দলের। এবার জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ দিয়ে আবারও জাতীয় দলের হয়ে মাঠে ফিরছেন ক্রিকেটাররা। সে সিরিজকে সামনে রেখে সিলেটে পুরোদমে শুরু হয়েছে অনুশীলন।

রোববার (১৩ এপ্রিল) থেকে সিলেটে টাইগারদের ক্যাম্প শুরু হয়েছে। প্রথম দিনের ক্যাম্পে সকালে সিলেটে উপস্থিত ছিলেন ৮ ক্রিকেটার। নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, মুশফিকুর রহিম, নাহিদ রানা, খালেদ আহমেদ, হাসান মাহমুদরা।

এর একদিন পর সোমবার (১৪ এপ্রিল) পুরো দলের সদস্যরা যোগ দিয়েছেন অনুশীলনে।

জাকের আলি অনিক, সাদমান ইসলামসহ বাকিদের দেখা গিয়েছে ক্যাম্পে। এদিনও দলের প্রধান কোচ ফিল সিমন্সসহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনসহ কোচিং প্যানেলের সবাই রয়েছেন এই ক্যাম্পে।

দুই টেস্ট খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ঊষার আলো-এসএ