UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুদানে সহায়তা বন্ধ করল বিশ্বব্যাংক

koushikkln
অক্টোবর ২৮, ২০২১ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বেসামরিক সরকারকে ক্ষমতায় ফেরাতে ও অভ্যুত্থানের নেতা জেনারেল আব্দেল ফাত্তাহ বুরহানের ওপর চাপ বাড়াতে সামরিক অভ্যুত্থানের পর আফ্রিকার দেশ সুদানে সাহায্য বন্ধ করে দিয়েছে বিশ্ব ব্যাংক।
অন্যদিকে সুদানকে ব্লক থেকে বহিষ্কার করেছে আফ্রিকান ইউনিয়ন।

বিবিসি এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জানিয়েছে, দেশটিতে ৭০০ মিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক। এর ফলে সুদানের নাজুক অর্থনীতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানে বিক্ষোভ শুরু হয়েছে। গত সোমবার দেশটির রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হয়।

সুনাদকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের ‘কার্যকর পুনরুদ্ধার’ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

প্রসঙ্গত, ২০১৯ সালে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতা হতে সরিয়ে সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠী ক্ষমতার ভাগাভাগি করে নেয়। আর এরপর থেকে তারাই সুদান শাসন করে আসছিল।

চলতি বছরের সেপ্টেম্বরে ওমর আল-বশিরের অনুসারী সামরিক কর্মকর্তারা অভ্যুত্থানের চেষ্টা করে, তবে তারা ব্যর্থ হন। এরপর থেকেই দেশটিতে উত্তেজনা বেড়ে যায়।

(ঊষার আলো-এফএসপি)