UsharAlo logo
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে বিলম্ব

ঊষার আলো
এপ্রিল ১৫, ২০২১ ১২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুনামগঞ্জের হাওরে এবার ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ শেষ করার জন্য প্রথম দফায় সময় বেঁধে দেওয়া হয়েছিল চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। কাজ শেষ না হওয়ায় আরও সময় বাড়ানো হয়েছে ১৫ মার্চ পর্যন্ত। তাতেও কাজের কোনো কূলকিনারা করতে পারেনি বাঁধনির্মাণে গঠিত কমিটিগুলো।
মাটি ফেলার কাজ শেষে এ মাসের মাঝামাঝিতে এসে এখন বাঁধে ঘাস লাগানোসহ রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। হাওরের কৃষকেরা বলছে, কমিটি গঠন নিয়ে রাজনৈতিক কোন্দলেই বিলম্বিত হয়েছে বাঁধ নির্মাণ ও মেরামত।
কৃষকের শ্রমে-ঘামে হাওরের বুকজুড়ে শোভা পাচ্ছে ধানের ক্ষেত। কিন্তু এই বাড়ন্ত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা রয়েছে কৃষকদের। শেষমূহূর্তে তড়িঘড়ি করে তৈরি করা বাঁধ কতটা টেকসই হবে, তা নিয়েও সংশয়ে রয়েছে তারা।
হাওরের কৃষকদের নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থার কর্মকর্তারা বলছে, বাঁধ নির্মাণে অনিয়ম দূর করতে সরকার তদারকি বাড়ানোর বিকল্প নেই।
বিলম্বে বাঁধ নির্মাণের বিষয়টি স্বীকার করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলেছেন, হাওরের পানি নেমে যেতে দেরি হওয়ায় যথাসময়ে কাজ শুরু করা যায়নি।
সুনামগঞ্জের ১১টি উপজেলার ছোটবড় ১৩৫টি হাওরের ২ লাখ ২৩ হাজার ৩০০ হেক্টর জমিতে এবার ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)