UsharAlo logo
সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে আগুন

ঊষার আলো
মে ৩, ২০২১ ২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ০৩ এপ্রিল সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বন বিভাগ ও শরণখোলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
তবে কেন আগুন ধরেছে এবং কী পরিমাণ জায়গায় আগুন ছড়িয়েছে, তা এখনও জানাতে পারেনি সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন।
তিনি বলেছেন, দুপুর ১টার দিকে দাসের বারানি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে বনরক্ষীরাও কাজ করছে। আগুন যাতে বনের মধ্যে ছড়াতে না পারে সে জন্য আমরা আগুনের স্থানের চারপাশে ফায়ার ক্যানেল কাটা শুরু করেছি। আশা করি, খুব তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে চলে আসবে।

(ঊষার আলো- এম.এইচ)