UsharAlo logo
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সেনাপ্রধানকে ইমরানের চিঠি: জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে দূরত্ব বাড়ছে

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী প্রধান সাইদ আসিম মুনিরকে চিঠি লিখে অভিযোগ করে বলেছেন, সামরিক বাহিনী ও সাধারণ জনগণের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে।

তিনি বলেন, ‌‌‘চিঠিতে ইমরান খান এই দূরত্ব বাড়ার কারণ ব্যাখ্যা করেছেন এবং তা কমানোর জন্য কিছু পদক্ষেপের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর আত্মত্যাগের প্রশংসাও করেছেন’।

ডনের বরাতে ব্যারিস্টার গওহর বলেন, ইমরান খান চিঠিতে সেনাপ্রধানকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তিনি শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, বরং দেশের ‘সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা’।  এ কারণে জনগণ ও সামরিক বাহিনীর মধ্যে দূরত্ব বাড়ার বিষয়টি তিনি সামনে এনেছেন।

ইমরান খানের আইনজীবী ফয়সাল চৌধুরী দাবি করেছেন, ‘চিঠিতে ছয়টি মূল বিষয় তুলে ধরা হয়েছে, যা পরে প্রকাশ করা হবে। তার মতে, সেনাবাহিনী আমাদের, তবে কিছু নীতির কারণে জনগণের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে।

ইমরান খানের অভিযোগ, বিচারব্যবস্থা ২৬তম সংশোধনীর কারণে ভেঙে পড়েছে এবং আইনজীবীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে।

তিনি উল্লেখ করেন, ‘প্রতিরোধমূলক অপরাধ আইন সংশোধনের ফলে ইন্টারনেটভিত্তিক শিল্প ইতোমধ্যে ১.৭ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এতে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি পাকিস্তানের জিএসপি প্লাস সুবিধাও ঝুঁকিতে পড়তে পারে।’

চিঠিতে আল-কাদির ট্রাস্ট মামলা ও সাম্প্রতিক নির্বাচনের স্বচ্ছতা নিয়েও কথা বলা হয়েছে। এর আগে, গত ৩১ জানুয়ারি ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতিকে ২৪৯ পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছিলেন, যাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুর বিস্তারিত তুলে ধরা হয়েছিল।

ঊষার আলো-এসএ