UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রী ডিভোর্স দেওয়ায় স্বামীর আত্মহত্যা

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৬, ২০২৪ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রী ডিভোর্স দেওয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুরে মনজেল আলী (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে শাহজাদপুর উপজেলার বাতিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মনজেল আলী শাহজাদপুর থানার বাতিয়া পশ্চিমপাড়া গ্রামের  জিন্নাত হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম আলী জানান, মনজেল তার স্ত্রী কল্পনা খাতুন ও এক সন্তানসহ ঢাকায় থাকতেন। তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করেন। মনজেলের কোন কাজ-কর্ম না থাকায় দুইদিন আগে তিনি নিজ বাড়িতে আসেন।

রোববার সকালে স্ত্রী ডিভোর্স দিয়েছেন জানতে পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন মনজেল আলী। তারপর গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সংবাদ পেয়ে, পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।