UsharAlo logo
শনিবার, ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়: সিইসি

ঊষার আলো
মে ১০, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট: স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।মঙ্গলবার (১০ মে) সকালে কমিশনের প্রশিক্ষণ ভবনে ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, জাতীয় নির্বাচনসহ সব ধরনের নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিক নির্বাচন কমিশন। কুমিল্লা সিটিসহ স্থানীয় নির্বাচনগুলো যাতে সুষ্ঠু হয় এজন্য কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

সিইসি বলেন, আগামী ২০ মে থেকে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত স্বচ্ছ ভোটার তালিকা। সেজন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ করতে হবে। সে ক্ষেত্রে কোনো ভোটার বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি।

কর্মশালায় ইসি সচিবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অন্য চার কমিশনার সহ কমিশনের কর্মকর্তারা।

ঊষার আলো-এসএ