UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বরূপকাঠিতে ষষ্ঠ শ্রেণির মাদরাসাছাত্রী ধর্ষণ আটক ১

usharalodesk
এপ্রিল ১, ২০২১ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : পিরোজপুরের স্বরূপকাঠিতে ৬ষ্ঠ শ্রেণির ১ মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শাকিল (২০) নামে ১ যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পুলিশ উপজেলার সংগীতকাঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ধর্ষণের শিকার ওই ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য বৃহস্পতিবার পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার সন্ধ্যার আগে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে।
নেছারাবাদ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বলেছেন, এ ঘটনায় বুধবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ অভিযুক্ত শাকিলকে আটক করে বৃহস্পতিবার সকালে পিরোজপুর আদালতে এবং মেয়েটির ডাক্তারী পরীক্ষা করানোর জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)