UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সৎ মায়ের হিংসার বলি শিশু তানিশা

koushikkln
এপ্রিল ৬, ২০২১ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদার আড়কান্দি গ্রামে সৎ মায়ের ধারালো দায়ের কোপে তানিশা খাতুন নামে ৫ বছরের শিশু কন্যা খুন হয়েছে। ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল রাত ৯ টার দিকে নিজ ঘরে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে আড়কান্দি গ্রামের খাজা শেখ আনসার ব্যাটেলিয়নে কর্মরত আছেন। তার আগের স্ত্রীর গর্ভে জন্ম নেয় তানিশা খাতুন। তানিশার মাতাকে তালাক দিয়ে খাজা শেখ দ্বিতীয বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী তিথি আক্তার মুক্তা স্বামীকে আড়াল করে বিভিন্ন স্থানে ফেসবুকে চ্যাটিং করে। এটি জানতে পেরে স্বামী খাজা শেখ দ্বিতীয় স্ত্রীর প্রতি ক্ষুব্ধ হয়। উভয়ের মধ্যে সম্পর্কের অবনতি দেখা দেয়। গত ৪ এপ্রিল থেকে ক্ষাভ দানা বাধে। এরই জের ধরে গত ৫ এপ্রিল রাত ৯ টার দিকে খাজা শেখের আগের স্ত্রীর কন্যা তানিশা খাতুনকে দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করে। পুলিশ তানিশা হত্যাকারী ঘাতক তিথি আক্তার মুক্তাকে গ্রেফতার করেছে।

এ ঘটনার খবর শুনে থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা, ওসি তদন্ত মোঃ মোশাররফ হোসেন এবং পরে জেলা পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার এস এস রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।