UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হরিনাকুণ্ডুতে চালকের মরদেহ উদ্ধার

usharalodesk
নভেম্বর ১৭, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার ভালকী গ্রামে একটি মেহগনি বাগান থেকে জসিম উদ্দীন (৩৫) নামের এক আলমসাধু চালককে শ্বাসরোধ করে হত্যা করেছে  দুর্বৃত্তরা।বৃহস্পতিবার সকালে ওই উপজেলার ভালকী গ্রামে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

জসিম উদ্দীন ভালকী গ্রামের নবীজ উদ্দীনের ছেলে ও হরিণাকুণ্ড উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দীনের ভাতিজা।নিহত জসীমের চাচাত ভাই নাজিম জানায়, রাতে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হয় জসিম উদ্দীন। এর পর থেকে সে নিখোজঁ ছিলেন। জসিমকে বাড়ি ফিরতে দেরী দেখে তার পরিবার অনেক খোজাখুজি করতে থাকে।

সকালে কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় মেহগনি বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।হরিনাকুণ্ড থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, ভালকী গ্রামে একটি মেহগনি বাগানে মরদেহ পড়ে আছে এমন খবরে সেখানে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঊষার আলো-এসএ