UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হান্ড্রেডেও দল পাননি বাংলাদেশের কেউ

ক্রীড়া ডেস্ক
মার্চ ১৩, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট শেষ কয়েক বছরে বাংলাদেশের নাগাল থেকে দূরেই চলে গেছে যেন। এবারের আইপিএল নিলামে দল পাননি বাংলাদেশের কেউ। এরপর এবার দ্য হান্ড্রেডের ড্রাফটেও দেখা মিলল একই দৃশ্যের। বাংলাদেশের কেউ দল পাননি এবারের ড্রাফটেও।

দ্য হান্ড্রেডে কখনোই কোনো বাংলাদেশি খেলেননি। এবারের আসর মাঠে গড়াবে ৫ আগস্ট থেকে। তার আগে সে ভাগ্যটা বদলায় কি না, সেটার জন্য আগ্রহ ছিল ড্রাফটে। তবে তাদের কেউই দল পাননি, ফলে ইতিহাসটাও বদলাল না। সাকিব আল হাসান-রিশাদ হোসেনদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।

ড্রাফটে নাম দিয়েছিলেন ২৯ বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে সবচেয়ে বেশি দাম ছিল সাকিব আল হাসানের। এই অভিজ্ঞ অলরাউন্ডারের দাম ছিল ১ লাখ ২০ হাজার পাউন্ড, যা ছিল এই টুর্নামেন্টের নিলামের দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরি। তবে সাকিবের প্রতি কেউ আগ্রহই দেখায়নি।

৬৩ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল লেগ স্পিনার রিশাদ হোসেনের। ৫২ হাজার পাউন্ড ভিত্তিমূল্য ছিল লিটন দাসের, সঙ্গে তাওহীদ হৃদয় ও স্পিনার শেখ মেহেদীরও। ৪১ হাজার ৫০০ পাউন্ড ভিত্তিমূল্য  ছিল তানজিদ হাসান তামিম, নাহিদ রানা, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলামের।

নির্দিষ্ট ভিত্তিমূল্য ছাড়াদের ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের আরো ২০ ক্রিকেটার- খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, ইবাদত হোসেন চৌধুরি, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, রনি তালুকদার ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের কারো ভাগ্যেই অবশ্য শিকে ছেঁড়েনি।

ঊষার আলো-এসএ