UsharAlo logo
শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

pial
জুন ১১, ২০২২ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ৩টার দিকে জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেন, রাত ২টা ৫০ মিনিটে খালেদা জিয়াকে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয়। এরপর রাত সোয়া ৩টার দিকে খালেদা জিয়াকে নিয়ে বহনকারী গাড়ি হাসপাতালে পৌঁছে।

এদিকে, বিএনপির প্রেস উইংয়ের আরেক সদস্য শায়রুল কবির খান হাসপাতাল থেকে জানান, রাত ৩টা ১২ মিনিটে হাসপাতালে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া। তারপর তাঁকে রাত ৩টা ২০ মিনিটের দিকে অধ্যাপক ডা. শাহাবুদ্দীন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে।

(ঊষার আলো-এসএইস)