ঊষার আলো ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে নাঈম কাসেমের নিয়োগকে স্বাগত জানিয়েছে ইরান।
ইসরাইলের আক্রমণে সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর হত্যাকাণ্ডের পর নতুন প্রধান হিসেবে নাঈম কাসেমকে নিয়োগের ফলে হিজবুল্লাহর সক্ষমতা ও শক্তি বজায় থাকবে বলে বিশ্বাস করে তেহরান।
বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বার্তায় বলেন, নাঈম কাসেম একজন যোগ্য উত্তরসূরি এবং আমরা তার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। যদিও বিষয়টি লেবাননের বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করবে।
এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নাঈম কাসেমের নিয়োগকে ‘গর্বিত প্রতিরোধ ফ্রন্ট ও লেবাননের চ্যাম্পিয়ন হিজবুল্লাহর ক্ষমতা, প্রস্তুতি এবং ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন’ হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, নতুন এই নেতৃত্বের মাধ্যমে হিজবুল্লাহ সমস্ত সংকট কাটিয়ে উঠতে এবং ইসরাইলি শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হবে।
এদিকে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে অতি শিগগিরই নিজের প্রথম ভাষণ দিতে যাচ্ছেন নাঈম কাসেম। বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় তার ভাষণ প্রচারিত হওয়ার কথা রয়েছে বলেই জানানো হয়েছে।
ঊষার আলো-এসএ