UsharAlo logo
শুক্রবার, ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হিলি চেকপোস্টে কমেছে যাত্রী পারাপার

ঊষার আলো
সেপ্টেম্বর ৬, ২০২২ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ডলারের দাম বাড়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার কমেছে। হিলি ইমিগ্রেশন সূত্র জানায়, এক মাস আগেও এই চেকপোষ্ট দিয়ে প্রতিদিন প্রায় ৫০০ পাসপোর্টধারী যাত্রী পারাপার করতেন। তবে ডলারের দাম বেড়ে যাওয়ায় বর্তমানে সাড়ে ৩০০ থেকে ৪০০ জন যাত্রী যাতায়াত করছেন।

হিলি চেকপোষ্ট দিয়ে ভারতগামী যাত্রী নিতাই চন্দ্র বলেন, ‘অনেকদিন ধরে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা হয় না। এখন সময় পেয়েছি তাই তাদের সঙ্গে দেখা করতে ভারতে যাচ্ছি। ডলার দাম বেড়ে যাওয়ায় টাকার মান কমে গেছে। ফলে খরচটাও বেড়েছে।’

ভারত থেকে আসা যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ‘বাবার চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে যাই। চিকিৎসা শেষে দেশে ফিরলাম। ডলারের দাম বাড়ায় সীমান্তে কিছুটা বেশি অর্থ খরচ হয়েছে।’

হিলি ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে গত এক মাসের তুলোনায় যাত্রী যাতায়াত কিছুটা কমে গেছে। ধারণা করা হচ্ছে ডলারের দাম বৃদ্ধির কারণে যাত্রী পারাপার কমেছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা, চিকিৎসা ও শিক্ষা ভিসায় বেশি লোকজন যাতায়াত করছেন। ভ্রমণে মানুষ কম যাওয়া-আসা করছেন। দুর্গাপূজা আসছে সে সময় দুই দেশের মধ্যে যাত্রী পারাপার বাড়তে পারে।’

ঊষার আলো-এসএ