UsharAlo logo
শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১০ ট্রাক অস্ত্র মামলার আসামি ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিমের মৃত্যু

usharalodesk
আগস্ট ১৫, ২০২১ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ১০ ট্রাক অস্ত্র মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং এনএসআইয়ের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিম আর নেই। আজ রবিবার (১৫ আগস্ট) সকাল ৮টা ১৪ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার লাশটি রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রাখা হয়।

করোনা পজেটিভ হওয়ায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার- ২ থেকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে করোনা ইউনিটে ভর্তি করা হয় ব্রিগেডিয়ার (অব.) আব্দুর রহিমকে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ।

২০১৪ সালের ৩০ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-১-এ ১০ ট্রাক অস্ত্র মামলার রায় ঘোষণা করা হয়। এ মামলায় বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমসহ ১৪ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। বর্তমানে মামলাটি উচ্চ আদালতে বিচারাধীন।

(ঊষার আলো-আরএম)