UsharAlo logo
মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

১১ ঘণ্টা পর বুড়িগঙ্গায় ডুবে যাওয়া মাইক্রোবাস উদ্ধার

ঊষার আলো
মে ১৭, ২০২১ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে যাওয়ার ১১ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনার সময় ওই মাইক্রোতে থাকা ১ প্রবাসীর শিশু সন্তানসহ স্ত্রী আহত হয়েছে। তাৎক্ষণিক আশপাশের লোকজন ডুবে যাওয়া মাইক্রোবাস থেকে আহত মা ও শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দিয়েছে।
১৬ মে রোববার রাতে ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে এ ঘটনা ঘটেছে।
মাইক্রোবাসের মালিক শাহীন মিয়া বলেন, রোববার সকালে প্রসন্ননগরের ১ নারী তার স্বামীকে এয়ারপোর্ট থেকে আনতে গাড়িটি ভাড়া করে। সকাল ১০টায় গাড়ির চালক সাদেক ওই নারী ও তার সন্তানকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন।
বক্তাবলী ফেরিঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করছিলেন চালক। চালক সাদেক গাড়ি চালু রেখে ফেরির অপেক্ষায় গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিল। এসময়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরির দিকে ছুটে চলে ও পানিতে পড়ে যায়।
এসময়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে শিশুসহ নারীকে উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তস (ওসি) রকিবুজ্জামান বলেছেন, গাড়িটি নদীতে ডুবে গিয়েছিল তবে কোনো হতাহতের খবর পাইনি। ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে গাড়িটি উদ্ধার করেছে।

(ঊষার আলো- এম.এইচ)