UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১১নং ওয়ার্ড আ.লীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

usharalo
মার্চ ৫, ২০২১ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক সম্পর্কে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে শুক্রবার (০৫ মার্চ) সন্ধ্যায় খালিশপুর ১১নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তরা কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক’কে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবিসংবাদিত নেতা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁকে উদ্দেশ্য করে যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা হয়েছে তা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। শামসুজ্জামান দুদু রাজনীতিবিদ নামের কলংক। অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহারপূর্বক তাকে জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা করা না হলে দুদুকে খালিশপুর অবাঞ্চিত ঘোষণা করা হবে। ১১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সরদার আলী আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন বাচ্চু, খালিশপুর থানা সভাপতি একেএম সানাউল্লাহ নান্নু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ মুন্সি, মহানগর আ’লীগ নেতা আকিল উদ্দীন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পাপরভীন আক্তার। অন্যান্যের মধ্যে অংশ নেন আ’লীগ নেতা ইমরুল ইসলাম, কাওসার আলী মৃধা, শাহানা শারমীন, সৈয়দ আরব আলী, আনোয়ারুল ইসলাম কাজল, মীর মনির হোসেন, নুর হোসেন, রিপন খান, ডাঃ সাইদুর রহমান, মিজানুল ইসলাম, মুকিদুর রহমান, জেলিম, খালিদ, আতিকুজ্জামান গামা, আঃ রাজ্জাক, মিনহাজুর রহমান উজ্জল, আঃ মান্নান, আনোয়ার হোসেন, হুসাইন আল মামুন মুন্না, কামরুজ্জামান লিটন, আবুল কালাম কাজল, রুহুল আমিন, আবু শেখ, এনায়েত হোসেন, ইলিয়াস শিকদার, শুকুর আলী, আনিসুর রহমান, তসলিম, আলঅমিন, আলম খান, বিল্লাল হোসেন, কাইয়ুম খান, সাবেক ছাত্র নেতা কাজী নেয়ামুল হক মিঠু,শাহরিয়ার বাবু, দুলাল, ফারুখ, তানভীর হাসান নয়ন, মফিজ প্রমুখ। সভা শেষে এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।