UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

১২ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথ স্বাভাবিক

ঊষার আলো
জানুয়ারি ২, ২০২৩ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশার কারণে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যমুনা নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে যাওয়ায় নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল নৌযান বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।ঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনা নদীতে রোববার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে।

এতে ফেরি মার্কিং বাতির আলো অষ্পষ্ট হয়ে মাঝনদীতে একটি ফেরি আটকা পরে। পরে দুর্ঘটনা এড়াতে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তবে আটকে পরা ফেরিটি আরিচা ঘাটে ফিরে আসে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আবদুল্লাহ বলেন, রোববার রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তবে সকাল সাড়ে ৯টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় নৌপথে ফেরি চলাচল শুরু হয়। এই রুটে চারটি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় ঘাট এলাকায় অপেক্ষমাণ যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

ঊষার আলো-এসএ