UsharAlo logo
সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

২ লাখ ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত

koushikkln
সেপ্টেম্বর ১৯, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৫০ আসনে ভোট করতে নতুন প্রকল্প অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম সংক্রান্ত এ প্রকল্প দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানো হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। নির্বাচন কমিশনের বৈঠক শেষে আজ তিনি এ তথ্য দেন।

কর্মকর্তারা জানান, এ প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে মোট ৮৭১১ কোটি টাকা। এ প্রকল্পে ২ লাখ ইভিএম কেনার প্রস্তাব করা হয়েছে। এছাড়া অন্যান্য ব্যয় ধরা হয়েছে ও প্রতি ইভিএম ইউনিটের দাম পরবে ভ্যাট ট্যাক্স ব্যতিত ৩ লাখ ৫ হাজার টাকা।

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, আমরা কমিশন অনুমোদন করেছি। একনেকে এটির চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুত পরিকল্পনা কমিশনে পাঠানো হবে ও তার আগে জনবল সংক্রান্ত একটি বৈঠক করা হবে অর্থমন্ত্রণালয়ের সাথে।

(ঊষার আলো-এফএসপি)