ঊষার আলো ডেস্ক : দেশে ২৪ ঘণ্টায় আরও ২২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে ১৯৯ জনই রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৩২১ জনে। এর মধ্যে শুধু চলতি আগস্টেই আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ৬৬৩ জনে।
আজ সোমবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
তাতে আরও জানানো হয়, বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯৬২ জন ও ঢাকার বাইরে ৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে গতকাল রবিবার ১৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি হন।
(ঊষার আলো-এফএসপি)