UsharAlo logo
সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনায় আরও ৩ জনের মৃত্যু

usharalodesk
জুন ১৫, ২০২১ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে ডাকা বিশেষ লকডাউনের আজ ১১তম দিনেও কমেনি করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে শনাক্ত হয়েছে ৯১ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫ জন মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ২৪৮ জন।
আজ ১৫ জুন মঙ্গলবার সিভিল সার্জনের দেওয়া তথ্যে এসব চিত্র উঠে এসেছে। জানা যায়, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন নতুন রোগীসহ ১৪৬ জন ভর্তি রয়েছে। এর মধ্যে আইসিইউতে ৮টি বেডে করোনা পজেটিভ হয়ে ৩ জন ও করোনা উপসর্গ নিয়ে ৫ জন ভর্তি রয়েছে।
এছাড়াও সদর হাসপাতালে ৮ জন করোনা পজেটিভ রোগীসহ ৩০ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। আর জেলায় ৭৪১জন করোনা পজেটিভ রোগী হাসপাতালে, ক্লিনিকে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)