ঊষার আলো রিপোর্ট : ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ঘাটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (২ জানুয়ারি) সকাল ৮টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ভোর ৫টা থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) ইকবাল হোসেন বলেন, রাতে ফেরি চলাচল স্বাভাবিক ছিল। ভোররাতে হঠাৎ করে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে আমরা ফেরি চলাচল বন্ধ রাখি। সকাল ৭টা থেকে ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় আবার ফেরি চলাচল স্বাভাবিক হয়ে যায়।
তিনি বলেন, এই রুটে সাতটি ফেরি রয়েছে। এর মধ্যে তিনটি ফেরি নিয়মিত চলছে। গাড়ির চাপ না থাকায় সবকটি ফেরি চলাচল করছে না।
ঊষার আলো-এসএ