UsharAlo logo
বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৪০ হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের ৬ নাগরিক আট

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ১৩, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপে কোস্টগার্ড ও র‍্যাবের যৌথ অভিযানে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়েছে। শনিবার বিকালে শাহপরীর দ্বীপের জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই ছয়জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, আমির সুলতান (৫২), রবি আলম (৪২), দ্বীল মোহাম্মদ (৩৮), নূরুন্নবী (২৮), ঈমান হোসেন (৩২) ও জায়েদ হোসেন (১৮)। আটককৃত সবাই মিয়ানমারের নাগরিক বলে জানা গেছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে জোড় টাওয়ার সংলগ্ন সমুদ্র এলাকায় র‌্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের নৌকা তল্লাশি করে ৪০ হাজার ৭৭০ পিস ইয়াবাসহ ছয়জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, আটককৃত সবাই মিয়ানমারের নাগরিক। তারা ইয়াবা পাচারকারী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঊষার আলো-এসএ