ক্রীড়া ডেস্ক :গতকাল দ্বিতীয় দিন শেষে আশার আলো জিইয়ে রেখেছিলে মুশফিকুর রহিম ও মাহমুদুল হাসান জয়। কিন্তু তৃতীয় দিনের শুরুতে ৫ ওভারও টিকতে পারলেন না এই দুই ব্যাটার। সকালে নতুন বলে মুখোমুখি হওয়ার চ্যালেঞ্জ থাকেই, কিন্ত দৃঢ়তা দেখাতে পারলেন না কেউ।
একই ওভারে ফিরেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করা মুশফিক। গতকাল দিনশেষে ২৬ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন এই অভিজ্ঞ ব্যাটার। আজ দিনের শুরু মুশফিক আউট হয়েছেন প্রায় প্রথম ইনিংসের মতো। রাবাদার ভেতরে ঢোকা বলে ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন তিনি। তাতে থেমে যায় ৩৯ বলে ৩৩ রানের ইনিংস।
জয়-মুশফিকের আউটের পর থিতু হতে পারেননি লিটন কুমার দাস। মাত্র ৭ রান দ্রুতই ফিরেছেন এই উইকেটরক্ষ ব্যাটার। কেশব মহারাজের ঘূর্ণিতে লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় কাইল ভেরেইনার হাতে। আর তাতে বাংলাদেশ হারায় ষষ্ঠ উইকেট।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৯ ওভার শেষে ৬ উইকেটে ১২৭ রান। ক্রিজে মেহেদি হাসান মিরাজের সঙ্গী অভিষিক্ত জাকের আলী। প্রােটিয়াদের চেয়ে টাইগাররা এখনো পিছিয়ে আছে ৭৫ রানে।
ঊষার আলো-এসএ