UsharAlo logo
মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ ডিসেম্বরকে কূটনৈতিক দিবস পালনের আহ্বান

usharalodesk
ডিসেম্বর ৭, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশকে ভারতের স্বীকৃতির দিন তথা ৬ ডিসেম্বরকে দেশের জাতীয় কূটনৈতিক দিবস পালন করতে চায় ঘাতক দালাল নির্মূল কমিটি। বুধবার শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ-ভারত মৈত্রী পটভূমিতে বাংলাদেশকে ভারতের কূটনীতিক স্বীকৃতির ৫২তম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তারা এ দাবি জানান।

এছাড়া বক্তৃতা করেন মেজর জেনারেল (অব.) হেলাল মুর্শেদ খান, ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শ্যামলী নাসরিন চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, অধ্যাপক চৌধুরী শহীদ কাদের প্রমুখ। সভায় বক্তারা বলেন, ভারত আমাদের দুঃসময়ের বন্ধু। ভারতের সম্পর্ককে অন্য দেশের চেয়ে আমরা ভিন্ন মাত্রায় দেখি। আমরা গত ১৬ বছর ধরে ওই দিনটিকে উদযাপন করে আসছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই ৬ ডিসেম্বরকে বাংলাদেশের কূটনীতিক দিবস হিসাবে পালনের জন্য।

ঊষার আলো-এসএ