UsharAlo logo
বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

৬ মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন

ঊষার আলো ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৪ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের ছয়টি সরকারি মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে।

এর মধ্যে একটি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দুইটি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বাদ দেয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে বুধবার রাতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিক্যাল কলেজ থেকে কর্নেল মালেকের নাম বাদ দিয়ে ‘মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ’ নামকরণ করা হয়েছে।

একইভাবে আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজ নোয়াখালীর বর্তমান নাম ‘নোয়াখালী মেডিক্যাল কলেজ’।

শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, জামালপুরের বর্তমান নাম ‘জামালপুর মেডিক্যাল কলেজ’।

শেখ হাসিনা মেডিক্যাল কলেজ, টাঙ্গাইলের বর্তমান নাম ‘টাঙ্গাইল মেডিক্যাল কলেজ’।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ, ফরিদপুরের বর্তমান নাম ‘ফরিদপুর মেডিক্যাল কলেজ’।

এম. আবদুর রহিম মেডিক্যাল কলেজ, দিনাজপুরের বর্তমান নাম ‘দিনাজপুর মেডিক্যাল কলেজ’।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সারোয়ার বারী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।