UsharAlo logo
রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার আসামি

pial
জুন ৯, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেক্স : চট্টগ্রামের বাঁশখালীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে পলাতক মো. রশিদ আহাম্মদকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৮ জুন) নগরীর খুলশী থানাধীন তুলাতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রশিদ ওই উপজেলার মৃত সাহাব মিয়ার ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত বছরের ১৯ জুলাই চট্টগ্রাম জেলার বাঁশখালীর বাহারছড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায় শিশুটি। সেদিন শিশুটি খেলার জন্য বাইরে গেলে অভিযুক্ত রশিদ তাকে ফুসলিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তখন ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পাওয়ায় ডাকাডাকি করেন। ডাক শুনে রশিদ দরজা খুলে শিশুটিকে রেখে পালিয়ে যান। এরপর শিশুটিকে উদ্ধার করে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় শিশুটির মা বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, ঘটনার পর থেকে পলাতক ছিলেন রশিদ। আর পালিয়ে থাকা অবস্থায় শিশুটির বাবাকে মামলাটি তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিতেন।

(ঊষার আলো-এসএইস)