UsharAlo logo
বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

৮৬ রানের ইনিংস খেলা তামিমের কাছে বাউন্ডারি ছোট মনে হচ্ছে

ঊষার আলো
জানুয়ারি ৭, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্ক : দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলে ব্যাট হাতে ঝড় তুলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ৪৮ বলে ৩ ছক্কা ও ১১ চারে ৮৬ রানের ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। আর এমন ইনিংসের পর তামিম জানিয়েছেন, মাঠের বাউন্ডারির দৈর্ঘ্য ছোট মনে হয়েছে তার।

যে কারণে বাউন্ডারি দৈর্ঘ্য আরও বাড়ানোর কথা বলছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। ম্যাচশেষে তামিম বলেন, ‘মাঠ ভালোভাবে প্রস্তুত করা হয়েছে। তবে বাউন্ডারি বড় হোক, সেটা দেখতে চাই। আপনার কাছে যখন জায়গা আছে, তখন ৫৮-৬০ মিটার বাউন্ডারি কেন হবে, সেটা আমি জানি না। আন্তর্জাতিক ক্রিকেট যখন খেলবেন, তখন তো বাউন্ডারি ৬৫-৭০ মিটারের বাউন্ডারি থাকে। এটা বোলারদের জন্য কিছু থাকে। কারণ, উইকেট অনেক ভালো।’

তবে ভালো উইকেটের জন্য পিচ কিউরেটরদের কৃতিত্বও দিয়েছেন তামিম, ‘কিউরেটরকে কৃতিত্ব দিতে হবে, তারা দারুণ উইকেট বানিয়েছে। উইকেট অনেক ভালো, বাউন্ডারি বাড়িয়ে দিন, যেহেতু জায়গা আছেই। এই মুহূর্তে বোলারদের জন্য কিছুই নেই। আশা করছি, কর্তৃপক্ষ আমার কথা শুনবে, বাউন্ডারি বাড়িয়ে দেবে। কারণ, আপনার কাছে জায়গা আছে।’

ঊষার আলো-এসএ