UsharAlo logo
বৃহস্পতিবার, ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

৯ জনকে হত্যার অভিযোগে ভারতে মন্ত্রীর পুত্র আটক

ঊষার আলো
অক্টোবর ১০, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কৃষকসহ ৯ জনের উপর দিয়ে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিস মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ অক্টোবর) আশিস মিশ্রকে আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

৪ কৃষক ও ১ সাংবাদিকসহ ৯ জনের উপর দিয়ে গাড়ি চালিয়ে হত্যা করেছে বলে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়।

কৃষক সংস্থাগুলোর অভিযোগ হচ্ছে, বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় লখিমপুর খেরিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় আশিস মিশ্রের গাড়ি বিক্ষোভকারীদের উপর দিয়ে পালিয়ে যায়।