UsharAlo logo
মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৯ জনের বিরুদ্ধে মামলা, ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

ঊষার আলো রিপোর্ট
এপ্রিল ২৯, ২০২৫ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

চট্টগ্রামে নানা অনিয়মের মাধ্যমে একটি হাসপাতালের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন এর আদালতে মামলাটি দায়ের করেন লোহাগাড়া সিটি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল কাইয়ুম।

মামলায় অভিযুক্ত করা হয়, প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সারওয়ার, রাশেদা বেগম, নুরুল আলম, আনোয়ারুল হক, মোহাম্মদ পেয়ারু, তৌহিদুল ইসলাম, আবুল মনসুর, রিদওয়ানুল হক ভুট্টু ও জিয়াউল হোসেন জিয়াকে। আদালত মামলাটি গ্রহন করে লোহাগাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদি পক্ষের আইনজীবী মিনহাজ উদ্দিন।

এজাহারে দাবি করা হয়- অভিযুক্তরা পরস্পর যোগসাজশে প্রতিষ্ঠানটি জবরদখল করে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার জন্য কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠানের নিজস্ব ব্যাংক হিসেবে অর্থ জমা না করে তাদের (অভিযুক্তদের) ব্যক্তিগত ব্যাংক হিসেবের মাধ্যমে ২০২০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এক কোটি ৫ লাখ টাকা আত্মসাত করেন। একইসময়ে  হিসাব বিবরণী অনুমোদন আয়-ব্যয় হিসাব পেশ না করে, সরকারী অডিট ফার্ম দ্বারা অডিট রিপোর্ট পেশ না করে এবং শেয়ার হোল্ডারদেরকে নামমাত্র লভ্যাংশ প্রদান করে এক কোটি ৩০ লাখ টাকা আত্মসাত করে। একইভাবে  বিগত ৫ বছরে কোনো প্রকার সাধারণ সভা আহ্বান না করেও বার্ষিক সাধারণ সভা দেখিয়ে ৪৮ লাখ টাকার বেশি আত্মসাত করা হয়। ৫ বছরে শুধু অপ্যায়ন বিল দেখানো হয়েছে ১৭ লাখ ৬১ হাজার টাকা। এছাড়াও কৌশলে চক্রটি আরও  বিপুল পরিমাণ টাকা আত্মসাত করেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদি ও হাসপাতালটির প্রতিষ্ঠাতা ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, ২০১৯ সালে হাসপাতালটি দখল করে বেপরোয়া লুটপাট চালানো হয়েছে। তারা হাসপাতাল থেকে তিন কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা আত্মসাত করেছেন।

বাদি পক্ষের আইনজীবী মিনহাজ উদ্দিন জানান, আদালত মামলাটি আমলে নিয়ে লোহাগাড়া থানার ওসিকে তদন্ত করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।

ঊষার আলো-এসএ