UsharAlo logo
বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অবরোধ সফলে নগরীতে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের সাজানো-পাতানো নির্বাচনে ভোট বর্জন করে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে গতকাল রবিবার (২৪ ডিসেম্বর) সারাদেশের ন্যায় খুলনাতে শান্তিপূর্ণ অবরোধ পালিত হয়েছে।

অবরোধ সফলে গতকাল নগরীতে বিক্ষোভ মিছিল করে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বিএনপি নেতারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি’ ও ‘পাতানো’ উল্লেখ করে সারাদেশের ন্যায় খুলনাবাসীর প্রতি ভোট বর্জনের আহ্বান জানান। পাশাপাশি নেতারা অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগ দাবি করেন তারা।

বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, পাইকগাছা উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ, রূপসা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা সাইফুর রহমান, কয়রা উপজেলা বিএনপি’র সদস্য সচিব নূরুল আমীন বাবুল, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব সরদার আব্দুল মালেক, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এসএম মাসুম বিল্লাহ, খান ইসমাইল হোসেন, জাবেদ হোসেন মল্লিক, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আবুল হোসেন, আজাদ আমিন, মোঃ শরিফুল আলম, হাবিবুর রহমান বেলাল, বুলবুল আহমেদ, বাহাদুর মুন্সি, শফিকুল ইসলাম শফিক, রাসেল হোসাইন, নাজমুল হুদা, মোস্তাফিজুর রহমান রাজু, জাহাঙ্গীর আলম, মফিজুল ইসলাম, মশিউর রহমান শফিক, ডিএম আনিচুর রহমান, হেলাল উদ্দীন, ফিরোজ মাহমুদ, ইমরান খান, মিল্টন রায়, তানভীর আলম, জাফর হাসান, কাজী জাকারিয়া, ইস্রাইল বাবু, রাজ্জাক, কামরুজ্জামান টুটুল, রোকনুজ্জামান ও মনির লস্কার প্রমুখ।