ঊষার আলো ডেস্ক : খুলনার বিভিন্ন এলাকায় অবাধে অতিথি পাখি শিকারের প্রতিবাদে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা জেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ সভা মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংগঠনের খুলনা জেলা সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, বাপা’র সদস্য যথাক্রমে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মহানগর নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল, বাংলাদেশ যুব ইউনিয়ন খুলনা মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, কে এইচ ফাউন্ডেশনের খ ম শাহীন হোসেন, অ্যাড. আরেফিন কবির, হাফিজুর রহমান, মুসলিমা আন্নী, মামুন হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, অতিথি পাখি শীত প্রধান অঞ্চল থেকে প্রাণ বাঁচাতে আমাদের দেশে আসলেও আমাদের দেশের পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষি উৎপাদন, বিশেষ করে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন, প্রাণ বৈচিত্র্য রক্ষায় অনস্বীকার্য ভূমিকা পালন করে থাকে। যা অর্থনৈতিক মানদণ্ডে বাংলাদেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখে। অতিথি পাখি রক্ষায় আমাদের দেশে সুনির্দিষ্ট আইনও রয়েছে। কিন্তু একশ্রেণির অসাধু শিকারী অতিথি পাখির মৌসুম আসলেই শিকারের মহোৎসবে মেতে ওঠেন। আইন প্রয়োগকারী সংস্থাও যথাযথ ভূমিকা পালন করেনা বলেই প্রচলিত আছে। অনেকে অসচেতনতার কারণে নিতান্তই রসনা বিলাসের জন্য এ পাখি নিধন করে থাকেন। যে কারণে আরো বেশী সচেতনতা সৃষ্টির প্রয়োজন আছে বলেও বক্তারা উল্লেখ করেন। প্রতিবাদ সভায় এ অমূল্য সম্পদ রক্ষায় আইন প্রয়োগের জন্য প্রশাসনের প্রতি আহবান জানানো হয়।