UsharAlo logo
বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অযৌক্তিক এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি করায় ব্যবসায়ীদের প্রতিবাদ

koushikkln
মে ২১, ২০২২ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : অযৌক্তিকভাবে ডলারের মূল্যবৃদ্ধির অজুহাতে এলপি গ্যাসের মূল্যবৃদ্ধি করায় খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে বলেন, এ যেন হঠাৎ বৃষ্টির মত ও ভেল্কিবাজী খেলার মত, সরকারের নিয়মনীতির তোয়াক্কা না করে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য ও বাংলাদেশ রেগুলেটরি কমিশনকে না জানিয়ে হঠাৎ করে রাতের অন্ধকারে বিভিন্ন কোম্পানি ও কিছু পরিবেশকদের যোগসাজসে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়। কিছুদিন পূর্বে ১৪৩০ থেকে ১৪৫০ টাকায় গ্যাস বিক্রি হয়েছে। এরপর সরকারের নির্দেশে ১০০ টাকা মূল্য কমিয়ে ১৩৩০ থেকে ১৩৫০ টাকায় গ্যাস বিক্রি হয়েছে। হঠাৎ করে আবার ৮০ টাকা দাম বাড়িয়েছে বেসরকারি কোম্পানিগুলো। অনতিবিলম্বে জনগণের কথা বিবেচনা করে গ্যাসের মূল্য পুনঃ নির্ধারণ করার আহ্বান জানিয়েছেন নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেনÑসংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, সহ-সভাপতি হাজী মোশাররফ হোসেন, মোঃ রাকিবুল হাসান, মোঃ আব্দুল হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ, মোঃ তামান্না, হফিজুর রহমান সিকদার, মোঃ জাকির হোসেন, মোঃ বাবর আলী, বকশি সাইফুল ইসলাম, সাদ্দাম হোসেন জুয়েল, মোঃ রফিক, নাদিম মোল্লা বাবু, কামরান হোসেন কেমি, মোঃ নূর আলম, মোঃ জাফর ইকবাল সাবান, ইমুরুল কায়েস, মোহাম্মদ আলী, শামীম হাসান চান, মোঃ জাকির হোসেন, মোঃ রাজ, মোঃ মিজান চৌধুরী, মোঃ অহিদুজ্জামান, মোঃ হাবিব, মোঃ রানা, মোঃ মিলন, মোঃ মামুন হাওলাদার, মোঃ নজরুল ইসলাম বাবু প্রমুখ।