UsharAlo logo
রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

অয়েলি স্কিনে ঘরোয়া যত্ন

usharalodesk
এপ্রিল ৬, ২০২১ ১০:৫৮ অপরাহ্ণ
Link Copied!

রোদেলা জুঁই : শেষ হয়েছে শীতকাল। গরমকালে ঘামের কারণে ত্বক নির্জীব এবং তৈলাক্ত হয়ে যায়। এমন পরিস্থিতিতে এই মৌসুমে আপনার ত্বকের যত্ন নেয়া খুব জরুরি। তাপমাত্রা বৃদ্ধি পাওয়া মানে প্যাচপ্যাচে গরম। গ্রীষ্মে যদি ত্বকের যত্ন নেয়া না হয় তবে মুখে ব্ল্যাকহেডস এবং পিম্পল জাতীয় সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। আর গরমকালে অয়েলি স্কিন মানেই ছোপযুক্ত তেল চিপচিপে এক মুখ। আপনি যতই স্কিন ট্রিটমেন্ট করান, যতই ভালো ফেসওয়াশ ব্যবহার করুন তা শুধুমাত্রই কিছুক্ষণের মধ্যেই একেবারে তেল চিপচিপে হয়ে যায়। তৈলাক্ত ত্বকের তেল মুক্ত রাখার জন্য আজ আপনাদের মাঝে রোদেলা জুঁই এসেছে কয়েকটি ঘরোয়া টিপস নিয়ে। এগুলো অনুসরণ করলে দীর্ঘ সময় তৈলাক্ত ত্বকের সমস্যা থেকে মুক্তি মিলবে।
যে সকল আপু ও ভাইয়ারা অয়েলি স্কিন এর জন্য অনেক প্রবলেমে আছেন তারা চাইলেই শসা ও পাকা পেপে আইস কিউব করে মুখে ব্যবহার করতে পারেন। যখনি বাসার বাইরে বের হবেন এবং কাজ শেরে বাসায় ফিরবেন তখনি এক টুকরো আইস কিউব সম্পূর্ণ মুখে সুন্দর করে লাগিয়ে নিন। তারপর ১০ মিনিট রেখে দিয়ে নরমাল পানি দিয়ে মুখটা সুন্দর করে ধুয়ে ফেলুন। দেখবেন স্কিনটা অনেক ফ্রেশ লাগছে ও অয়েলি ভাবটা চলে গেছে।

(ঊষার আলো-এমএনএস)