UsharAlo logo
শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আইএফআইসি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ইস্যু করবে না

usharalodesk
অক্টোবর ৩, ২০২১ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : এক হাজার কোটি টাকার পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর প্রস্তাব প্রত্যাহার করে নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক লিমিটেড।

আজ রোববার (০৩ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ব্যাংকটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) হতে এই বন্ড ইস্যুর আবেদন প্রত্যাহার করেছে।

ব্যাংকটি এডিশনাল টিয়ার-১ মূলধন সহায়তায় ব্যাসেল-৩ এর অধীনে বন্ড ইস্যু করতে চেয়েছিল। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৯০০ কোটি টাকার বন্ড ইস্যু ও বাকি ১০০ কোটি টাকার বন্ড পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করার কথা ছিল।

কিন্তু ব্যাংকটি আরও জানিয়েছে বিএসইসির কাছে আইএফআইসি ব্যাংক থার্ড নন-কনভার্টেবল কুপন বেয়ারিং সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব প্রক্রিয়াধীন আছে। এটি হল ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড।

(ঊষার আলো-এফএসপি)