UsharAlo logo
বৃহস্পতিবার, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আইটি সেক্টরে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে : সিটি মেয়র

koushikkln
অক্টোবর ৩, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইটি সেক্টরের অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। এ খাতের বিস্তারে কম্পিউটার সামগ্রীর ওপর থেকে ট্যাক্স প্রত্যাহারসহ পাঠ্যসূচিতে তথ্যপ্রযুক্তি বিষয় অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে যুগোপযোগী শিক্ষায় গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। আইটি খাতে প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের অবদানের কথা তুলে ধরে বলেন, তার সময়োপযোগী উদ্যোগের কারণে আইটি সেক্টরে অনেক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

সিটি মেয়র রবিবার (০৩ অক্টোবর) বেলা ১১টায় নগরীর খালিশপুরস্থ পলিটেকনিক কলেজ মোড়ে সিটি আইটি পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি ফিতা কেটে আইটি পার্কের শুভ উদ্বোধন করেন।

আইটি পার্কের ব্যবস্থাপনা পরিচালক মিঠুন বিশ্বাস পাপ্পু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক কাজী ফয়েজ মাহমুদ ও মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ। অনুষ্ঠানে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ গণ্যমান্য এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ফিতা কেটে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের নতুন স্টাফ পরিবহন বাসের উদ্বোধন করেন। এ সময় হাসপাতাল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও হাসপাতালের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।