ঊষার আলো ডেস্ক : ১১ অক্টোবর হতে ১৫ অক্টোবর ২০২২ রুয়ান্ডার কিগালীতে অনুষ্ঠেয় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর ১৪৫তম এসেম্বলি এবং সংশ্লিষ্ট অন্যান্য মিটিংয়ে যোগ দিচ্ছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
তিনি বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের দলনেতা জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. মোঃ শামসুল হক টুকু এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে সদস্য হিসেবে যোগ দিচ্ছেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে রওয়ানা দিয়েছেন ।