UsharAlo logo
সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর, যা পেত সব খেয়ে ফেলত’

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগকে ‘আফ্রিকান মাগুর’ অ্যাখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর মাছ, যা পেত সব খেয়ে ফেলত। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিদেশ থেকে দেশে নিয়ে আসা ১৮ লাখ ৬০ হাজার কোটি টাকার ১৭ লাখ কোটিই পাচার করেছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা রক্ত পিপাসু, ক্ষমতায় টিকে থাকতে হাজার হাজার মানুষ খুন করেছেন। দেশকে নিজের বাবার জমিদারি মনে করতেন। তাই তিনি বিরোধী মতের ওপর খুন, গুম, নির্যাতন চালিয়েছেন। এখন ভারতে পলাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছেন।

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতি দিয়েছে, তারা একটি নির্দিষ্ট সময়ে অবাধ, সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে।

যাতে ১৭ বছর পর ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারে, সেই পরিবেশ মানুষ চায়। সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার করতে হলে করবে। কিন্তু সেটা যদি কালক্ষেপণ হয়, তখনই কিন্তু মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দেবে।