UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আখালিয়ায় নবম শ্রেণির স্কুল ছাত্রীর আত্মহত্যা

ঊষার আলো
মে ১১, ২০২১ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : সিলেট নগরীর আখালিয়ার সুরমা আবাসিক এলাকাতে আকলিমা আক্তার রিমা (২০) নামে নবম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১০ মে সোমবার রাত ১০ দিকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।
আকলিমা আক্তার রিমা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিং গ্রামের আব্দুল আহাদ শিবলুর মেয়ে। তারা সুরমা আবাসিক এলাকার অ্যাডভোকেট মো. আজিম উদ্দিনের (রেনেসা-২) বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মো. ইয়াসিন বলেন, সোমবার ইফতারের পর রিমা তার শয়নকক্ষে চলে যান। পরে রাত ৯টার দিকে হঠাৎ সিলিং ফ্যানের সঙ্গে তার মৃতদেহ ঝুলতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার ও কান্না করতে শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে রাত ১০টার দিকে পুলিশ ওই বাসায় গিয়ে রিমার মৃতদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা আকলিমা আক্তার রিমা আত্মহত্যা করেছে। তার হাতে কাটার দাগও পাওয়া গেছে।
পুলিশ জানান, আত্মহত্যার আগে ভাঙা গ্লাসের টুকরো দিয়ে সে তার হাতে কিছু লেখার চেষ্টা করছিলো হয়তো। ঝুলন্ত মৃতদেহর পাশে একট ভাঙা গ্লাসের টুকরাও পাওয়া গেছে। তবে শরীরে আর কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মৃতদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।

(ঊষার আলো- এম. এইচ)