UsharAlo logo
সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

আজ থেকে বিএনপির সদস্য নবায়ন শুরু

ঊষার আলো রিপোর্ট
জানুয়ারি ২০, ২০২৫ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম শুরু হচ্ছে আজ। বিকাল ৪টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনে কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। এতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে অংশ নেবেন। সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমে বিএনপির যুগ্ম মহাসচিব এবং বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত থাকবেন।

ঊষার আলো-এসএ