UsharAlo logo
রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আজ রাতে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে

ঊষার আলো
এপ্রিল ৭, ২০২১ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : আজ (বুধবার) রাতে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে। আজ রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ বিষয়টি জানিয়েছে। এতে বলা হয়েছে, ২য় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য আজ (বুধবার) রাতে আট ঘণ্টা মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রতিষ্ঠানের মিডিয়া উইংয়ের উপ-পরিচালক জাকির হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঊষার আলো-আরএম)